প্রকাশের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫ । ৫:৩৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্ভাগা জনগণের কল্যাণে কাজ করবে এনসিপি: উপদেষ্টা আসিফ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে নিজের প্রত্যাশা তুলে ধরে অন্তরবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দুর্ভাগা জনগণের কল্যাণে কাজ করবে।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই প্রত্যাশার কথা জানান তিনি।

এদিকে ফেসবুকে উপদেষ্টা লেখেন, ন্যাশনাল সিটিজেন পার্টিকে (এনসিপি) অভিনন্দন। নতুন রাজনৈতিক দল এই অঞ্চলের দুর্ভাগা জনগণের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা থাকবে।

এর আগে, শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করে নতুন এই রাজনৈতিক দল। ঘোষণা করা হয় আংশিক কমিটি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন