প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ৫:১৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি’

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি’। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। পরে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে আত্মপ্রকাশ করে দলটি।

নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন এবং তরুণদের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করে দলটি।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন দলটির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন