
নেত্রকোনার দুর্গাপুরে কৃষি অফিসের আয়োজনে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান। পরে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলার স্টলস্থলে এসে শেষ হয়।
এরপর আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হক এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ৷
বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তি প্রদর্শনের কোনো বিকল্প নেই। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন৷
এই কৃষি প্রযুক্তি মেলায় শস্য চিত্রে জাতীয় পতাকা ও দুর্গাপুর উপজেলার মানচিত্র, আধুনিক কৃষি প্রযুক্তি, পারিবারিক পুষ্টি বাগান, পলিনেট হাউজ, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ধানের উন্নত জাত, কৃষকদের উৎপাদিত পণ্য, কৃষি যন্ত্রপাতি এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এছাড়াও নার্সারির মালিকরা বিভিন্ন গাছের চারা নিয়ে এ মেলায় এসেছে।
আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।