ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ এর অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন দৈনিক নতুনসময় পত্রিকার ময়মনসিংহ ব্যুরো ও দৈনিক কালের প্রতিচ্ছবি’র সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুশিদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশের সঞ্চালনায় আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান তাঁকে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাপ্তি ল্যাবরেটরিজ (আয়ু) চেয়ারম্যান ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি ময়মনসিংহ শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ তোহিদুজ্জামান (ছোটন)।
বিশেষ আলোক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক।
এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কবি, সাহিত্যেকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।