প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ । ১১:২১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিএনপি, সিপিবি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তিতে উপজেলা প্রশাসনের আয়োজনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহবায়ক রাতুল খান রুদ্র, জামায়েতে ইসলামীর সাবেক আমীর রুস্তম আলী,ওসি বাচ্চু মিয়া, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, মাধ্যমিক শিক্ষা অফিসার রজলুর রহমান আনছারী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মুফতি এনায়েত উল্লাহ্, প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

অপরদিকে বিকেলে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন