সাংবাদিক নির্যাতন, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণা। তার নাম সোহাগ আরেফিন।
যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সে সব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। সত্যর সন্ধানরত ও নির্ভীক সাংবাদিক সোহাগ আরেফিন জীবনে সুখ বিলাস লোভের মোহ ত্যাগের প্রতীক।
সহজ-সরল জীবন ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদী তিনি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দী কণ্ঠস্বর এর নাম সোহাগ আরেফিন। এমন মন্তব্য করেছেন বিএমইউজে’র কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।
১৯৮৪ সালের এই দিনে সাবেক নৌ কর্মকর্তা আতিকুর রহমান ও নূর জাহান বেগম এর কোল আলোকিত করে জন্মগ্রহন করেন সোহাগ আরেফিন। তিন বোনের এক ভাই আজকের স্বনামধন্য সিনিয়র সাংবাদিক এই সোহাগ আরেফিন।
এ সময়ের সাংবাদিকতায় দেশের কয়েকজন ঈর্ষান্বিত সাংবাদিক সংগঠকদের মধ্যে সোহাগ আরেফিন নামটি বেশ পরিচিত ও অন্যতম।
পৈতৃক নিবাস কুমিল্লাতে হলেও শৈশব ও পড়াশোনার জীবন কেটেছে চট্টগ্রাম শহরে। পরে ঢাকায় সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন তিনি। ঢাকায় পত্রিকায় লেখালেখির হাতেখড়ি পায় দৈনিক অন্য দিগন্তর সম্পাদক মোঃ মাসুদ এর কাছ থেকে এবং ঐ পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন তিনি দীর্ঘদিন।
এরপর সুবাস সিংহ রায়ের এবিসি নিউজ, জাতীয় দৈনিক নতুন কাগজ, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা এবং দীর্ঘদিন দৈনিক ঢাকা প্রতিদিন এর চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সাথে এবং সোহাগ আরেফিনের সাংবাদিকতার নীতি নির্ধারক ছিলেন সারা বাংলাদেশের অনুসন্ধানী প্রতিবেদকের জাদুকর সাইদুর রহমান রিমন বর্তমানে তারই সম্পাদিত পত্রিকা দৈনিক দেশ বাংলা’র চট্টগ্রাম বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি সোহাগ আরেফিন দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংগঠনিকভাবে ও সোহাগ আরেফিন এর দক্ষতা ও দূরদর্শিতা চোখে পড়ার মতো। তিনি টানা ২ বার ঢাকা মেট্রোপলিটন রিপোর্টার্স এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সাংবাদিকদের আস্থার স্থল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সাথে ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে সম্পৃক্ত ছিলেন। এ সময় তিনি সংগঠন এর শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। সেই সময় তিনি সারা বাংলাদেশে ৩৭টি জেলা উপজেলা কমিটি গঠন করে সংগঠনের সুনাম বয়ে আনেন।
বর্তমানে তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সোহাগ আরেফিন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন এর টানা ৬ বছর সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। লাভ করেছেন ট্রাব অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কার।
সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই চিন্তাভাবনায় ভাবতে চান না সোহাগ আরেফিন।
সোহাগ আরেফিন নম্র প্রকাশভঙ্গী প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। তার এই কোমল আচরণের কারণেই সবাই তাকে ভালোবাসে স্নেহ করেন। আর তাই তিনি সকলের কাছে সমান সমাদৃত।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভোজন রসিক সোহাগ আরেফিন পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশ পছন্দ করেন। পাহাড় খুব পছন্দ তাই নির্বাক সময় তাকে বিচরণ করতে দেখা যায় পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় পাহাড়ি জনপদে ও রয়েছে আকাশচুম্বি জনপ্রিয়তা।
আজ সাংবাদিক সোহাগ আরেফিন এর জন্মদিন। নিজের মতো নিজের কাজে কষ্ট অনেক, দুঃখ মাঝে; লাগুক ছটা আলোয়–মন্দ কাটুক ভালোয়।