প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ । ৫:৫৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বলিউড নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তনুশ্রীর, প্রাণনাশের চেষ্টা

ডেস্ক সংবাদ

ফের বলিউডের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সম্প্রতি সামাজিকমাধ্যমে এক পোস্টে এই অভিনেত্রী অভিযোগ করে লিখেছেন, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, টার্গেট করা হচ্ছে! এমনকী, প্রাণনাশের চেষ্টাও করা হয়েছে। তবে এতে তিনি কিছুতেই ভয় পাবেন না।

তনুশ্রী তার পোস্টে আরও লেখেন, ‘তাকে হেনস্তা করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। বলিউডে কাজ পেতে দেওয়া হচ্ছে না, কাজের লোককে দিয়ে আমার খাবারে বিষ মেশানোর চেষ্টা করা হচ্ছে। গাড়ি ভাঙা হয়েছে দুইবার। এভাবে দিনের পর দিন চলছে। ফ্ল্যাটের সামনে আজব আজব ঘটনা ঘটছে। ’
এই অভিনেত্রী আরো লেখেন, ‘বলিউডে এখনও মাফিয়া রাজ চলছে। তারাই এটা আমার সঙ্গে করছে আমি নিশ্চিত। তবে আমি একটুও ভয় পাচ্ছি না। ওরা যদি মনে করে, যে আমি ভয়ে আত্মহত্যা করব, তাহলে ভুল ভাবছে। আমি এতোটাও ভিতু নই। আমি মিটু কালপ্রিট এবং যে স্বেচ্ছাসেবী সংস্থার কথা ফাঁস করেছি তারাই আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তোমাদের লজ্জা হয় না!’

উল্লেখ্য, এক সময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন তনুশ্রী। ২০০৫ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘আশিক বনায়া আপনে’। তারপর ‘৩৬ চায়না টাউন’, ‘ভাগম ভাগ’, ‘ঢোলে’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে ২০১০ সালের ‘অ্যাপার্টমেন্ট’র পর আর তনুশ্রীর কোনো সিনেমা মুক্তি পায়নি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন