গত ২৪ ঘন্টায়
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা অভিযানে ধর্ষণ ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার-৯
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানা যায়, এসআই (নিঃ) এসআই মাহবুব আলম ফকির, সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু (র্ধষন) মামলায় ধৃত আসামী ইভানুর রহমান ওরফে ইভান আসলান (২৮), পিতা-লু ফুর রহমান, সাং-পাইহাজী মিয়াজী বাড়ী,
র্পূবরামানন্দপুর, পোস্ট-মাতুব ভূইয়া, এ/পি- রহমান শপিং কমপ্লেক্স, ফাজিলের ঘাট রোড, থানা- দাগন ভূইয়া, জেলা- ফেনীকে অত্র থানাধীন চরপাড়া মেডিকেল কলেজ এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কুমোদলাল দাস, সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় অভিযানপরিচালনা করিয়া নারী ও শিশু (অপহরন) মামলার আসামী মোঃ মিরাজ (৪০), পিতা-আরশাদ আলী, মিতু আক্তার (৩৬), স্বামী-মোঃ মিরাজ, উভয় সাং-খাগডহর ঘুন্টি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সজীব কোচ, সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ সোহাগ (২৬), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-শাহানারা বেগম, সাং-চৌধুরী বাড়ী রোকনপুর, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, আলমগীর (৩০), পিতা-মৃত ঠান্ডা মিয়া, মাতা-লায়লা বেগম, সাং-ঠান্ডা মিয়াবাড়ী, বড় হাতিয়া, থানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম,মোঃ রাহাত (৩৫), পিতা-বাবুল মিয়া, মাতা-
শামীমা আক্তার, সাং-মানিক মিয়া সোমিল, পুরোহিতপাড়া, মোঃ শুভ (২৬), পিতা-বিল্লাল হোসেন, মাতা-রেখা খাতুন, সাং-দারোগা বাড়ী নতুন বাজার, উভয় উপজেলা/থানা-ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহদেরকে কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) ফরহাদ উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ আনছার আলী, সঙ্গীয় র্ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২টি সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-নূর মোহাম্মদ তুষার, পিতা-মৃত: আবু জাহেদ, স্থায়ী: গ্রাম- হামিদ উদ্দিন রোড (৪৭/ক, পো: ময়মনসিংহ) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, এমদাদুল ইসলাম খান (৫০), পিতা-মৃত- আক্কাস খান, স্থায়ী: সাং- এস.এ সরকার রোড, দারোগা বাড়ীর মোড় , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।