প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:৩২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে বাসায় ঢুকে হামলা, ভাই-বোন গুলিবিদ্ধ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

রাজধানীর পল্লবীতে তুচ্ছ ঘটনায় মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) নামের এক ব্যবসায়ীর বাসায় ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই ব্যবসায়ীসহ তার বোন মোছা. শাহিনুর বেগম (২৮) গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ছয়টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালে তাদের নিয়ে আসা মো. আমির হোসেন গণমাধ্যম কে জানান, আহত জসিম একটি টিভি শোরুমের ব্যবসায়ী। রাতে নামাজ পড়ে বাসায় ফেরার সময় এলাকার শহিদুল নামের একজনের সঙ্গে শরীরে ধাক্কা লাগে। এতে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। কথা-কাটাকাটির এক পর্যায়ে জসিম বাসায় চলে যান। পরে শহিদুল সংঘবদ্ধ হয়ে বাসায় গিয়ে জসিমকে লক্ষ্য করে গুলি করেন। এতে ডান ও বাঁ পায়ে গুলি লাগে। তাকে বাঁচাতে গিয়ে বোন শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট থানাকে অবগত করেছেন বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন