নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. আইয়ুব আলী (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বিকালে তাঁর নিজবাড়ী বিরিশিরি ইউনিয়নের ভুলিগাঁও গ্রামে তাঁকে শেষবিদায় জানানো হয়।
শুক্রবার দুপুরে অ্যামেরিকা থেকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌছলে তাঁকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
এ সময়, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল খালেক, ওয়াহেদ আলী, সিরাজুল হক, আব্দুল জব্বার মাল, বাংলাদেশ সেবাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশের কর্মকর্তাগন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পারিবারিক কবরস্থানে দাফন কালে বাংলাদেশ সেনাবাহিনী সামরিক অভ্যর্থনা প্রদান করে।
উল্লেখ্য: গত সোমবার (১০ ফেব্রুয়ারী) বাংলাদেশ সময় রাত ৩ টায় মার্কিন যুক্তরাস্ট্রে তার ছেলের বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী।