জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ বলেছেন প্রতিবেশী ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। দেশের উন্নয়নকে সঠিকভাবে এগিয়ে নিতে হলে সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা জরুরী। এই সকল রাষ্ট্রসমূহ অতীতে দেশের উন্নয়ন কর্মকান্ড সহ বিভিন্ন দুর্বিপাকে আমাদের পাশে ছিল।
তিনি আজ শনিবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রামের পটিয়াস্থ পার্টি সেন্টারে (শাহচান্দ আউলিয়া মাজার গেট সংলগ্ন) জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণে উপরোক্ত কথা বলেন।
কাজী মামুনুর রশিদ বলেন, দেশে রাজনৈতিক সরকার জরুরী হয়ে পড়েছে। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। আমরা পল্লীবন্ধু এরশাদের আদর্শে অনুপ্রানিত নেতা- কর্মীদের জাতীয় পার্টির নয় বছরের উন্নয়ন কর্মকান্ডকে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের হানাহানি প্রমাণ করে যে সত্যিকারের ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় পার্টির বিকল্প নেই। আজকে এই প্রতিনিধি সভা জনসভায় রুপান্তরিত হয়েছে। আজকের এই সভা প্রমাণ করে মানুষ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক হেলাল উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক শাহাদাত হোসেন ও কেন্দ্রীয় সদস্য মোস্তাক আহমেদ, খাগড়াছড়ি জেলার আহবায়ক নিরাপদ তালুকদার, বান্দরবান জেলা আহবায়ক শফিউল আলম। কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনারের পরিচালনায় সভায় পার্টির কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।