প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ । ১২:৫৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোর ধানের চারা রোপনের উদ্বোধন

মুহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫০ একর জমিতে সমলয় চাষাবাদে ব্লক প্রদর্শনীর ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১নং কাংশা ইউনিয়নের আয়নাপুর ব্লকের দুপুরিয়া গ্রামে এর শুভ উদ্বোধন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন,জেলা কৃষি অধিদপ্তরের প্রকৌশলী সিবানী রানী নাথ।উপসহকারি কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় এবং উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জিয়াউল হক, কুচনীপাড়া ব্লকের উপসহকারি কৃষি অফিসার ওয়াসিমুল মাশহুর রাজিব,সরকারপাড়া ব্লকের উপসহকারি কৃষি অফিসার শাহ মো. কুতুব উদ্দিন প্রমূখ।কম সময় ও কম খরচে সমলয় পদ্ধতিতে চাষাবাদ কৃষকদের লাভজনক বলে বক্তারা জানান।আলোচনা সভা ও উদ্বোধনীতে এলাকার সর্বস্তরের কৃষকগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন