প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ । ৫:৫২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউক্রেনকে আরও ১৬০০ অ্যান্টি ট্যাংক অস্ত্র দেবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে আরও ১৬০০ অ্যান্টি ট্যাংক অস্ত্র দেবে যুক্তরাজ্য। রাশিয়ার হাত থেকে নিজেদের ভূমি রক্ষায় ইউক্রেনকে এই সহায়তা করা হচ্ছে বলে দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

বিবৃতিতে ওয়ালেস জানিয়েছেন, পুতিনের অবৈধ আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষায় আমরা সব ধরনের ব্যবস্থা নেব। ইউক্রেন যাতে তাদের ভূমি রক্ষা করতে পারে সেই ব্যবস্থা করা হবে।
ওয়ালেস আরও জানান, ইউক্রেনকে ব্যাটারি রাডার সিস্টেম, ড্রোন ও ৫০ হাজার রাউন্ড বুলেট সরবরাহ করা হবে।

এখন পর্যন্ত ইউক্রেনকে ৭০০০ হাজার অ্যান্টি ট্যাংক অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাজ্য। এছাড়াও ক্ষেপণাস্ত্র, সাঁজোয়াযান সরবরাহ করা হয়েছে।

গত মাসে ইউক্রেনকে আরও এক বিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন