প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ । ৯:০৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহন বিজয় সরণি হয়ে ডানে যাওয়া বন্ধ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ঢাকা মহানগরীতে যানজট নিয়ন্ত্রণে বিভিন্নস্থানে যানবাহন চলাচলে নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।

সেখানে বলা হয়েছে আগামী শনিবার থেকে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মোড়ে আসা যানবাহন ডানে মোড় নিতে পারবে না।

এসব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহন বিজয় সরণি মোড় হয়ে ডানে মোড় নিতে পারবে না।

আগামী শনিবার থেকে এই নির্দেশনা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এ সিদ্ধান্তের কারণ হিসেবে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি ট্রাফিক বিভাগ মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে।

এর ফলে যানজট কমেছে। জনসাধারণ ইতিমধ্যে যার সুফল পেতে শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় সৃষ্ট যানজট কমাতে ঢাকা মহানগর পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে। ট্রাফিক বিভাগ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন