প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ । ৪:৩০ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফ্লাইটে বোমা হামলার হুমকি: মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, নম্বর পাকিস্তানি

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

রোম ফেরত ফ্লাইটে বোমা হামলার হুমকি ও আতঙ্কের ঘটনা ছড়িয়ে পড়ার আগে ঢাকার হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। বোমা হামলার হুমকি সম্বলিত সেই বার্তাটি আসে একটি হোয়াইটসআপ নম্বর থেকে। নম্বরটির অবস্থান শনাক্ত করা হয়েছে পাকিস্তানে।

বুধবার বিকেলে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এ তথ্য জানান।

তিনি বলেন, বিমানবন্দরের কন্ট্রোল রুমে প্রথম বার্তা আসে। সেই বার্তাটি আসে একটি হোয়াইটসআপ নম্বর থেকে। এরপর সেটি প্রথম জানিয়ে দেওয়া হয় বিমান বাহিনীর প্রধানসহ সব ইউনিটকে। হোয়াটসঅ্যাপ মেসেজটা আসে পাকিস্তান থেকে। প্রথম মেসেজ আসে এপিবিএনের কন্ট্রোল রুমে।

তিনি আরও বলেন, যিনি মেসেজটা দিয়েছিলেন আমরা তার সঙ্গে অনেক চ্যাটিং করেছি। উনি দুটি লাগেজের কথা জানিয়েছিলেন। পরে ওনাকে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বেবিচক চেয়ারম্যান বলেন, ভোর চারটা ৩৭ মিনিটের দিকে হোয়াটসআপে একটি মেসেজ আসে। মেসেজ পাওয়ার পর আমরা এয়ারক্রাফটগুলোকে পর্যায়ক্রমে অবতরণ করিয়েছি। তারপর এটাকে করিয়েছি। প্রতিটি যাত্রীর শরীরে বডি ক্যামেরা লাগিয়ে লাইনে দাঁড় করিয়ে রেখেছিলাম। পরে তাদের নামিয়ে টার্মিনালে নিয়ে আসা হয়। এরপর লাগেজগুলো চেকের পর বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, দুটি ব্যাগেজকে আমরা সন্দেহ করেছিলাম। প্রতিটি ব্যাগ স্ক্যানিং করেছি। তেমন কিছু পাওয়া যায়নি। বড় বড় প্যালেটের ভেতর সব ব্যাগ ও এয়ারক্রাফটের ভেতরেও চেক করা হয়েছে তবে তেমন কিছু পাওয়া যায়নি।

এর আগে বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি পায়। ফ্লাইটের আড়াইশো যাত্রীর নিরাপত্তায় তড়িৎ পদক্ষেপ হিসেবে প্লেনটি হযরত শাহজালাল বিমানবন্দরে বুধবার সকাল ৯টা ২০ মিনিটে জরুরি অবতরণ করানো হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেয় কর্তৃপক্ষ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন