ইতিহাস ভেঙে দ্বিতীয় বারের মতো নির্বাচনে জয় পাওয়ার ৭৭ দিন পর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সাদা বাড়ির মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দেশটির ৪৭তম প্রেসিডেন্টের শপথ নিয়েছেন তিনি; যার মধ্য দিয়ে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসাবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসলেন তিনি। তার আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। শপথ নিয়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগের সূচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের কিছু ঘোষণা দিয়েছেন, যার মধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেওয়া, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধির মতো ঘোষণাও রয়েছে।
এর পাশাপাশি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেছেন তিনি।
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে সই করলেন ট্রাম্প
জলবায়ু পরিবর্তন রুখতে গৃহীত ‘প্যারিস জলবায়ু চুক্তি’ থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি।
মূলত ট্রাম্পের এই নির্বাহী আদেশের মাধ্যমে গত এক দশকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী এই দেশটিকে এই জলবায়ু চুক্তির বাইরে নিয়ে যাওয়া হলো। এর আগে প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও ট্রাম্প বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী এই দেশটিকে বের করে নিয়েছিলেন।
বাইডেন আমলের আদেশ বাতিলসহ আরও যা করলেন ট্রাম্প
প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বেশ কিছু আদেশ বাতিল করেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আরও কিছু আদেশ তিনি দিয়েছেন। গতকাল সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে শপথ গ্রহণ করেন ট্রাম্প। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে তিনি যান ক্যাপিটাল ওয়ান স্টেডিয়ামে। সেখানে হাজার হাজার সমর্থকের সামনে বেশ কিছু নির্দেশনায় স্বাক্ষর করেন তিনি। সেগুলো হলো—
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসরায়েলপন্থি মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯৯ সিনেটরের সবাই তার পক্ষে ভোট দিয়েছেন।
জানতে চাইছেন মার্কিনিরা- বাইবেলে হাত রাখেননি ট্রাম্প, তার শপথ কী সুষ্ঠু হয়েছে? (ভিডিও)
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গতকাল সোমবার শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ অনুষ্ঠানে আনা হয়েছিল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের দুটি কপি। যার মধ্যে একটি ছিল ১৮৬১ সালে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানের বাইবেল। আরেকটি ট্রাম্পের মায়ের দেওয়া। কথা ছিল, এ দুটি বাইবেলের ওপর হাত রেখে শপথ নেবেন ট্রাম্প। তবে তিনি শপথবাক্য পাঠ করার সময় সেগুলোতে হাত রাখেননি। যদিও তার স্ত্রী ম্যালানিয়া ট্রাম্প এগুলো নিয়ে তার পাশেই দাঁড়িয়েছিলেন। ট্রাম্প শুধুমাত্র তার ডান হাত উঁচু করে শপথ গ্রহণ করেন।
বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প
গাজায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালানোয় দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা ‘২০০০ পাউন্ডের’ শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গতকাল সোমবার (২০ জানুয়ারি) দায়িত্ব নেওয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যেই চালানটির ছাড় করার নির্দেশ দেবেন তিনি।
জানালেন ট্রাম্প/ যুক্তরাষ্ট্রে লিঙ্গ হিসেবে শুধু নারী-পুরুষকে স্বীকৃতি দেওয়া হবে
যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার শপথ নেওয়ার পর তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেখানে ট্রান্সজেন্ডারদের বিষয়টি তোলেন ট্রাম্প। তবে এখন থেকে ট্রান্সজেন্ডারদের আর স্বীকৃতি দেওয়া হবে না বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, “আজকে, এখন থেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে এখানে (যুক্তরাষ্ট্রে) শুধুমাত্র দুই লিঙ্গের মানুষ আছেন— নারী ও পুরুষ।”
শান্তি স্থাপন ও সব যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের
বিশ্বব্যাপী শান্তিস্থাপন ও যুদ্ধ বন্ধের প্রতিশ্রতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার শপথ গ্রহণের পর দীর্ঘ বক্তব্য দেন তিনি। সেখানে জানান, তার শাসনামল হবে শান্তিস্থাপন ও এককীকরণকারী হিসেবে। এছাড়া বিশ্বের যত যুদ্ধ আছে নিজেদের শক্তি ব্যবহার করে সেগুলো বন্ধ করবেন বলেও কথা দেন তিনি।
পানামা খাল দখলসহ আরও যা করার ঘোষণা দিলেন ট্রাম্প
আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ শেষে দীর্ঘ বক্তব্য দেন তিনি। সেখানে আবারও পানামা খাল দখলসহ কয়েকটি নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
শেষ মুহূর্তে পরিবারের সদস্যদের অগ্রিম ক্ষমা করলেন বাইডেন
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নিজের শাসনামলের শেষ সময়ে তার ভাই-বোন এবং তাদের স্বামী-স্ত্রীদের জন্য অগ্রিম ক্ষমা ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের ক্ষমতাবলে তিনি পরিবারের সদস্যদের ক্ষমা করেন, যেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো অপরাধে তদন্ত বা বিচার না হয়।
• ট্রাম্পের শপথ অনুষ্ঠানে টেক তারকাদের ছড়াছড়ি
ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার প্রেমিকা লরেন সানচেজ। ক্যাপিটল ভবনে অতিথিদের আসনে বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের ঘনিষ্ট মিত্র ইলন মাস্কও।
• নভেম্বর ৬ : প্রেসিডেন্ট পদের বিজয়ী হিসাবে আবির্ভূত হন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের রিপাবলিকান দলীয় আইনপ্রণেতারা দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটেরও নিয়ন্ত্রণ পেয়েছে। ফ্লোরিডায় বিজয় উল্লাসে মেতে ওঠা সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘আমাদের এক নজিরবিহীন ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে আমেরিকা।’’
• নভেম্বর ৭ : জাতির উদ্দেশে ভাষণ দেন জো বাইডেন। ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।
• নভেম্বর ৮ : ট্রাম্প নিজ মন্ত্রিসভার বাছাই শুরু করেন। প্রথমেই মার্কিন সীমান্ত জার হিসাবে সাবেক ভারপ্রাপ্ত আইসিই পরিচালক টম হোমনকে মনোনয়ন দেন তিনি।
• নভেম্বর ১২ : সরকারি নব-সৃষ্ট দক্ষতা বিভাগের সহ-প্রধান হিসাবে বিলিয়নেয়ার ইলন মাস্কের নাম ঘোষণা দেন ট্রাম্প।
• নভেম্বর ১৩ : সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধি ম্যাট গেটজকে অ্যাটর্নি জেনারেল মনোনীত করেন ট্রাম্প। রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ জিতেছে।
হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প ও বাইডেন।
• নভেম্বর ১৪ : মার-এ-লাগোতে অনুষ্ঠিত গালা নাইটে নির্বাচন-পরবর্তী প্রথম বক্তৃতা দেন ডোনাল্ড ট্রাম্প। গালা নাইটের অনুষ্ঠানে দেশটির অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন উপস্থিত ছিলেন। এ সময় তিনি ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের বাছাইয়ের প্রশংসা করেন।
• নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত যা ঘটেছে
• নভেম্বর ২০ : বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের রকেট উৎক্ষেপণ দেখতে টেক্সাসে যান ট্রাম্প।
• নভেম্বর ২১ : অতীত আচরণের অভিযোগে সিনেটে রিপাবলিকানদের বিরোধিতার মুখোমুখি হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন গেটজ। তার স্থলাভিষিক্ত হিসাবে পাম বন্ডিকে বেছে নিয়েছেন ট্রাম্প।
• নভেম্বর ২২ : দেশটির অর্থমন্ত্রী হিসাবে বিশিষ্ট বিনিয়োগকারী স্কট বেসেন্টকে মনোনয়ন দেন ট্রাম্প।
• নভেম্বর ২৩ : ট্রাম্প বলেন, তিনি মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে চীনা আমদানির ওপর ‘‘অতিরিক্ত ১০ শতাংশ’’ শুল্ক চাপিয়ে দেবেন তিনি।
• জানুয়ারি ৬ : কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ইলেক্টোরাল কলেজের ভোট গণনায় সভাপতিত্ব করেন কমলা হ্যারিস। নির্বাচনে ট্রাম্প জয়ী হয়েছেন বলে ঘোষণা দেন তিনি।
• জানুয়ারি ১০ : মার্কিন এক পর্ন তারকাকে ঘুষের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্পকে নিঃশর্ত মুক্তির স্থগিত সাজা দেওয়া হয়।
• জানুয়ারি ২০ : ডোনাল্ড ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শপথগ্রহণ করেন।