প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ । ৭:২০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যেকোনো পরিস্থিতিতেই দেশের সীমান্ত সুরক্ষিত রাখা হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের সরকার সীমান্ত বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি, তাই উত্তেজনা দেখা দেয়নি। তবে বর্তমান সরকার কোনো ছাড় না দিয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে, এ কারণেই এ বিষয়ে এখন অনেক আলোচনা হচ্ছে।

রোববার (১৯ জানুয়ারি) বিসিএস ও জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো পরিস্থিতিতেই দেশের সীমান্ত সুরক্ষিত রাখা হবে। আগে ভারতের ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও এখন যা আইনত বাংলাদেশের অধিকার, তা নিশ্চিত করা হচ্ছে। তিনি জানান, আসন্ন ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত সমস্যার সমাধান বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্নীতি দেশের একটি প্রধান সমস্যা, এবং এ বিষয়ে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভূমি সংক্রান্ত জটিলতাও বৃদ্ধি পাচ্ছে, যা কৃষিজমির পরিমাণ কমিয়ে দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ভূমি সুরক্ষা আইন প্রণয়ন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন