প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ । ৫:২২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিমানবন্দর থানার ইন্সপেক্টর ও এসআই বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও উপ–পরিদর্শক (এসআই) খন্দকার সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ফুটপাত থেকে মোটা অঙ্কের মাসোহারাসহ সংশ্লিষ্ট ফাঁড়ি এলাকায় লাইনম্যান নিয়োগ করে টাকা উত্তোলনের অভিযোগে তাঁদের সাময়িক বরখাস্ত করেছে ডিএমপি। ছিনতাইকারী এবং চোরাচালানকারীদের কাছ থেকেও তাঁরা নিয়মিত মাসোহারা নিতে বলে অভিযোগ রয়েছে।
 মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির বিমানবন্দর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও এসআই (নিরস্ত্র) খন্দকার সাজ্জাদ হোসেন পরস্পর যোগসাজশে ছিনতাইকারী, চোরাচালানকারী এবং ফুটপাত থেকে মোটা অঙ্কের মাসোহারাসহ সংশ্লিষ্ট ফাঁড়ি এলাকায় লাইনম্যান নিয়োগ করে টাকা উত্তোলন করেছেন। তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হওয়া সত্ত্বেও দায়িত্বে অবহেলা, অসৎ উদ্দেশ্য ও বিধি বহির্ভূতভাবে ছিনতাইকারী, চোরাচালানকারী এবং ফুটপাত থেকে মোটা অঙ্কের মাসোহারা নিয়েছেন।
অপেশাদারমূলক কার্যকলাপের কারণে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে বিধি অনুযায়ী ৭ জানুয়ারি বিকেল থেকে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে আরও উল্লেখ করা হয়, তাঁরা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতাদি পাবেন এবং ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে নিয়মিত হাজির হয়ে সরকারি আদেশ উপদেশ পালন করতে বাধ্য থাকবেন
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন