প্রকাশের সময়: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ । ৬:৩৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানী ও সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত

আবহাওয়া ডেস্ক।।

ঢাকা এবং সিলেটের উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

আবহাওয়া অধিদপ্তর আজ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পটি সকাল ১০টা ৩২ মিনিটে অনুভূত হয় এবং রাজধানীতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ৪৮২ কিলোমিটার উত্তর-পূর্বে।

তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। অনেক লোককে তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় ছুটে আসতে দেখা গেছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন