প্রকাশের সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ । ২:৪২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আল-আজহার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. ইউনূসকে স্বাগত জানান অধ্যাপক দাউদ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ আজ সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন।

আজ রাতে এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাহমুদ সিদ্দিকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজ রাতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ইউনূসের বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন