মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গমন করে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আগমন করে। উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে প্রতিবারের ন্যায় এই সফর আয়োজন করা হয়। উভয় দলে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, কর্মরত সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধি দলটি বিবিধ অনুষ্ঠানের মধ্যে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অপরদিকে বাংলাদেশের প্রতিনিধি দলটি ভারতের কলকাতার ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন আর্মি কমান্ড হেডকোয়ার্টারে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সফর শেষে বাংলাদেশের প্রতিনিধি দলটি ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে এবং ভারতীয় প্রতিনিধি দলটি ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবে।