প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ । ৪:১৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টার দায়িত্বে আইনজীবী সমাজী

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের বিশেষ উপদেষ্টা হিসেবে আইনজীবী এহসানুল হক সমাজীকে দায়িত্ব দিয়েছে সরকার। এ পদে তাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে সরকার পরিবর্তনের পর গত ২৭ অগাস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে দায়িত্ব দেওয়া হয়েছিল জ্যেষ্ঠ আইনজীবী সমাজীকে। তবে তিনি তা নিতে অপারগতা প্রকাশ করেন।
এতে বলা হয়, আইনজীবী এহসানুল হক সমাজী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-আধাসরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দেওয়ার শর্তে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।
এর আগে পিপির দায়িত্ব পাওয়ার দুই দিনের মাথায় ২৯ অগাস্ট ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ঐ দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে চিঠি দেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন