জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় এএসআই হুমায়ুন কবির তার দক্ষতায় ও মেধাবী অভিযানে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে ব্যাপক সুনামের দাবিদার হয়ে উঠছেন তিনি।
থানায় যোগদানের পর থেকে তিনি অপরাধ বিরোধী নিয়মিত অভিযানের পাশাপাশি সাধারণ মানুষের আবেদনে হারানো ফোন উদ্ধারের দায়ের করা সাধারণ ডায়েরীর তথ্য প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেই ধারাবাহিকতায় (১৩ ডিসেম্বর) শুক্রবার তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান এর দিকনির্দেশনায় ওসি তদন্ত আনোয়ার হোসেন এর নেতৃত্বে ও নির্দেশে এএসআই(নি:) মো:হুমায়ুন কবির তথ্য প্রযুক্তির মাধ্যমে আরো ১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করে দিয়েছেন।
হারানো মোবাইল হাতে পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন ভুক্তভোগী।
এ বিষয়ে এএসআই হুমায়ুন কবির জানান- জনগণকে নিরাপদ রাখতে পুলিশি সেবা তাদের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে কাজ করছি। দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান স্যারের নেতৃত্বে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ভবিষ্যতেও উন্নত পুলিশি সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।