ময়মনসিংহ নগরীর নওমহল গরু খোয়ার মোড়ে নির্মানাধীন (নওমহল টাওয়ার) এর তৃতীয় তলায় দিনে-দুপুরে শ্রমিক হত্যার ঘটনা ঘটেছে ।
শুক্রবার (৬ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১ টার দিকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতের নাম রমজান আলী (২৪) তার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানার পূর্ববাংলা কাশিনাথপুরে ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুর রহমান ও কোতোয়ালি মডেল থানা পুলিশ । প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য অন্তত ২০-২২ জন শ্রমিককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ সফিকুল ইসলাম খান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অন্তত ২০জন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।