বনানীস্থ জাতীয় পার্টি চেয়ারম্যান কার্যালয়ে পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর হাতে ফুল দিয়ে মির্জা শাহীন ও মোঃ শাহীন মিয়ার নেতৃত্বে শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অর্ধ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু আগত নেতাকর্মীদের স্বাগত জানান।
জাতীয় পার্টি শেরপুর জেলা শাখার আহŸায়ক মাহমুদুল হক মনির সভাপতিত্বে এবং সদস্য সচিব এসএম আশরাফ এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জসীম উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, শেরপুর জেলা জাতীয় পার্টি সদস্য মোঃ ফারুকুজ্জামান ফারুক, শফিকুল ইসলাম আপন, আব্দুল মুন্নাফ, হাবিবুর রহমান হাবিব।