প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ । ৩:৫৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ধানমন্ডিতে নিজ বাসায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর রোডের একটি বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে একে এম আব্দুর রশিদ (৮৫) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে ধানমন্ডি-১৫ নম্বর এলাকায় পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা আব্দুর রশিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা ওই বাড়ির ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন জানান, একেএম আব্দুর রশিদ ওই বাসার মালিক। আব্দুর রশিদ ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। গত সেপ্টেম্বরে দেশে আসেন তারা। রাতে হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে। পরে তাদের রুমে গিয়ে দেখি আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাকে তৎক্ষণাৎ স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান তিনি।

বাঁধন আরো জানান, তারা স্বামী-স্ত্রী দুজনেই চিকিৎসক। যুক্তরাজ্যে বসবাস করেন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেশে আসেন এবং ডিসেম্বর চলে যান। ধারণা করা হচ্ছে, হামলাকারী আসামি ডাকাতি করতে এসেছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যম কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে, মুখে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন