প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ । ৮:৫৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান সন্ত্রাসী আপেল গ্রেফতার :দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নগরীর আকুয়া খাল পাড় এলাকায় থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও দেশীয় অস্ত্র সহ সন্ত্রাসী আপেল ও তার সহযোগী শরীফাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৫ নভেম্বর) ভোর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্ট বেঙ্গল (২১ ইবি) এবং পুলিশের একটি বিশেষ টিম ময়মনসিংহ নগরীর আকুয়া খালপার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী আপেলকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে বিপুল সংখ্যক অবৈধ মাদক, দেশীয় অস্ত্র এবং মদ উদ্ধার করা হয়। আপেল মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া সন্ত্রাসী আপেল এর নামে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় দুইটি চাঁদাবাজি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

জানা য়ায়, অভিযান চলাকালীন আপেলের শীর্ষ সহযোগী ইমনের মা শরীফাকেও গ্রেফতার করা হয়। শরীফা তাঁর ছেলে ইমনের অপরাধমূলক কার্যক্রম, বিশেষ করে মাদক ব্যবসা পরিচালনা এবং স্থানীয়ভাবে চাঁদাবাজির মূল পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা হিসেবে ভূমিকা পালন করেন বলে জানা যায়। একাধিক অভিযোগ এর ভিত্তিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতদের ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন