সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মতিউর রহমান শেখ সিআইডি’র কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ২১ অক্টোবর সোমবার মতবিনিময় করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন গাজী জসীম উদ্দিন, ডিআইজি (এইচআরএম)।
সভায় সিআইডি প্রধান তার বক্তব্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় সিআইডির কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি অফিস শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে জোর দিয়ে সকলকে যথাসময়ে অফিসে উপস্থিত ও প্রস্থানের নির্দেশ প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তাদের বাদী, বিবাদী ও সাক্ষীদের অহেতুক হয়রানি না করার বিষয়ে সতর্কবার্তা দেন এবং ক্রিমিনাল ইন্টেলিজেন্স সংগ্রহপূর্বক ডেটাবেজ সংরক্ষণের মাধ্যমে প্রোঅ্যাকটিভ পুলিশিং এর উপর জোর দেন। তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত “বাংলাদেশের পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ডিভাইস ব্যবহার নির্দেশিকা-২০২২” যথাযথভাবে প্রতিপালন করার আদেশ প্রদান করেন। পাশাপাশি তিনি দেশ সেবায় নিজেদের মনোযোগী হয়ে কাজ করার তাগিদ দেন। তিনি তদারককারী কর্মকর্তাদের সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে এবং চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দেন।
সভা শেষে সিআইডি প্রধান সকল কর্মকর্তাদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রত্যেককে নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আরও মনোযোগী এবং দ্বায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সিআইডির প্রতিটি সদস্যের পেশাদ্বারিত্ব দায়িত্বশীলতা এবং সম্মিলিত প্রচেষ্টা এই সংস্থার কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সবার মঙ্গল কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।