নেত্রকোনার দুর্গাপুরে শুভ মহালয়া উপলক্ষে তারুণ্যের আলো নাট্যগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নব পত্রিকায় দেবীবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে পৌর শহরের উত্তরপাড়ার সেবা সংঘ মন্দির চত্বরে এ অনুষ্ঠানগুলো পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় সেবা সংঘ ও তত্ত¡াবধানে সুসং কুঞ্জ ঘর।
এ অনুষ্ঠান দেখতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে সনাতম ধর্মাবলম্বরী আসেন।
তারুণ্যের আলো নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক শঙ্খদীপ দে শান্ত বলেন, প্রতিবছর শুভ মহালয়ার দিনে আমাদের নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে এ অনুষ্ঠান গুলোর আয়োজন করে থাকি। এ বছর আমরা নব পত্রিকায় দেবীবরণ অনুষ্ঠান ভক্তদের মাঝে তুলে ধরি।
মহালয়ার মধ্য দিয়ে মর্ত্যে দেবীর আগমন ঘটে।
এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। আর এ দিনেই দেবীর চক্ষুদান করা হয়। পুরাণ অনুযায়ী মহালয়ার দিনেই দেবী দুর্গা ব্রহ্মার কাছ থেকে মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান। মহিষাসুরকে পরাজিত করার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর যে মহামায়ারূপী নারী শক্তি তৈরি করেন তিনিই দশভূজা দেবী দূর্গা। দেবী দুর্গা টানা ৯ দিন যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন।
আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহা অষ্টমী এবং ১২ অক্টোবর মহানবমী পূজা হবে। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীর পূজা শেষে মা দুর্গা আবারও কৈলাশে ফিরে যাবেন। ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি হবে।