প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ । ১২:২২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সত্য প্রকাশে কাউকে পরোয়া করার সুযোগ নেই- জামায়াতের আমীর

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

এখন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় শফিকুর রহমান বলেন, ‘রাজনীতিবিদরা শুধুই জাতির সেবক, তারা দেশের মালিকানা দাবি করতে পারবে না। সকল নাগরিক ন্যায্যতার ভিত্তিতে তাদের অধিকার পাবে। কোন ধর্মের ওপর জোর জবরদস্তি করার এখতিয়ার আল্লাহ কাউকে দেয় নাই।’

এদিকে জামায়াতের এই আমীর বলেন, ‘ধর্ম যারা যার নিজস্ব পছন্দ। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার অধিকার কারও নেই।’

এদিন অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, বিগত বছরগুলোতে স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশের গণমাধ্যম। সাংবাদিকেরা এখন তাঁদের বিবেক অনুযায়ী কাজ করবে। চিন্তার জগতে কোনো আপোষ নেই। সত্য প্রকাশে কাউকে পরোয়া করার সুযোগ নেই।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন