নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামে চলাচলের প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। সোমবার বিজিবি, ছাত্র সমাজ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এরাস্তা সংস্কার করা হয়।
বর্তমানে বর্ষা মৌসুমে স¤প্রতি ভারী বৃষ্টি বর্ষণের ফলে রাস্তার অনেক জায়গায় ভেঙ্গে গিয়েছে যার কারণে এলাকাবাসী ঝুঁকি নিয়ে সর্বদায় সতর্কতার সাথে যাতায়াত করতে হতো এবং যানবাহন চলাচলেও অনেক ঝুঁকির সম্মুখিন হতে হতো। এ অবস্থায় আজ সোমবার নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ভরতপুর বিওপি’র বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্র সমাজের সহযোগিতা ও ইউপি সদস্য মোঃ জহিরুল হকসহ স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামের রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়।
এ রাস্তা মেরামতের কারণে বর্তমানে ভরতপুর গ্রামের জনসাধারণের মাঝে স্বস্তিসহ জরুরী প্রয়োজনীয় সেবায় নির্বিঘেœ যানবাহন চলাচলে এলাকাবাসী খুশি হয়েছে।
স্থানীয় ছাত্র সমাজের পক্ষ থেকে মোঃ মাহবুব আলম বলেন, দেশ ও মানব কল্যাণে সীমান্ত রক্ষার পশাপাশি সড়ক মেরামত কাজে বিজিবি সহযোগিতা করায় সর্ব মহলে ভরতপুর বিওপির বিজিবি সদস্যরা সত্যিই প্রশংসিত।
এছাড়াও বিজিবি কর্তৃক রাস্তা মেরামত কাজে সহযোগিতা করায় স্থানীয় জনসাধারণ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সীমান্তে চোরাচালান ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ভরতপুর বিওপির বিজিবি সদস্যরা জনগণের পাশে থেকে নিয়মিতভাবে নিরাপত্তামূলক
কাজ করে যাচ্ছে ।