প্রকাশের সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪ । ৮:২১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হতে ও বন্যার্তদের সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হওয়া ও বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

আজ বুধবার সচিবালয়ে এক সংক্ষিপ্ত সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এই আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, চারিদিকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা আরও বলেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক না কেনো, কোনো ছাড় দেয়া হবে না।

এ ব্যাপারে সতর্ক থাকা ও বিষয়টি গণমাধ্যমে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন