প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ । ২:৫২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপিতাকে বাতিল করলে জন্ম-পরিচয় থাকবে না: কাদের সিদ্দিকী

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক নয়। সংসদ বাতিল হয়েছে, আজকে উপজেলা ও পৌরসভা বাতিল হয়েছে। বঙ্গবন্ধুকে বাতিল করবেন? তার নাম পিতা; রাষ্ট্রপিতা। রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম-পরিচয় থাকবে না।’

সোমবার (১৯ আগস্ট) টাঙ্গাইলের সখীপুর পৌরসভার তালতলা চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশটা আওয়ামী লীগের না, বিএনপির না, জামায়াতের না, ১৪ দলেরও না; ১৮ কোটি মানুষের। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। যারা মানুষকে সম্মান করতে জানে না তাদের রাজনীতি করার অধিকার নেই।’

কাদের সিদ্দিকী বলেন, ‘ড. ইউনূস ভালো মানুষ। আমি তাকে পছন্দ করি। তার গ্রামীণ ব্যাংকের যখন বিপদ হয়েছিল আমি তখন পাশে দাঁড়িয়ে ছিলাম। আমি শেখ হাসিনাকে বলেছি, তাকে সারা পৃথিবী ঘুরতে দেন, আপনার লাভ হবে। তা না করে তার (ড. ইউনূস) লেজ কাটতে কাটতে শেখ হাসিনার নিজের লেজই কাটা হয়ে গেছে।’

১৫ আগস্ট নিজের গাড়িতে হামলা সম্পর্কে বঙ্গবীর বলেন, ‘কিছু লোক বলে বিএনপি ভেঙেছে, কিছু লোক বলে জামায়াত-শিবির ভেঙেছে। কিন্তু তাদের তো আমি চিনি। আমি বলি শয়তান ভেঙেছে। যদি আমার আরেকটি গাড়ি ভাঙচুর করেও দেশের শান্তি আসে তাতে আমার কোন দুঃখ নেই।’

সজীব ওয়াজেদ জয়ের সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘জয়, বাবা তুমি যা বলো এখানে যারা আছে তাদের অনেক কষ্ট হয়। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি সকালে এক কথা বিকেলে এক কথা বলে মানুষের কষ্ট আর বাড়াইয়ো না। আদব কায়দা শেখো, বড় হও। আমেরিকায় বইসা কথা বললেই তাকে বড় বলা হয় না ‘

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপদেষ্টা জসিম উদ্দিন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, শাওন আক্তার মলি, ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সখীপুর উপজেলা কমিটির সহসভাপতি সানোয়ার হোসেন মাস্টার প্রমুখ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন