প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ । ৪:২২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে ফিরেছেন ড. ইউনূস

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তিনি আজ রাত ৮টার দিকে প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে দেশে ফিরেছেন।

সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

পরে সেনা প্রধান তাঁকে দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

তিনি শিগগিরই শিক্ষাবিদসহ সুশীল সমাজের কিছু সংখ্যক ব্যক্তিদের সমাবেশে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন