বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাছ থেকে বিষাক্ত সাপ লাফিয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে সাপটি মেরে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালের তৃতীয় শ্রেণির কোয়ার্টারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই কোয়ার্টারের জানালার গ্রিল পেঁচানো অবস্থায় একটি সাপ দেখতে পাওয়া যায় এক কর্মচারী। এরপর কোয়ার্টারের লোকজন ডাকাডাকি করলে হাসপাতালের লোকজন এসে সাপটিকে লাঠি দিয়ে নিচে ফেলে দেয়। এ সময় হঠাৎ করে সাপটিকে দেখতে পেয়ে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, ‘সাপটির নাম প্যারাডাইস ট্রী স্নেক, এর অন্য নাম হলো প্যারাডাইস ফ্লাইং স্নেক। এটি হালকা বিষাক্ত সাপ, এক গাছ থেকে অন্য গাছে ঘুরে বেড়ায়। কোয়ার্টারের পাশে একটি তেঁতুল গাছ থেকে এটি বাসায় ভিতর প্রবেশ করার চেষ্টা করছিল।’
সুত্রঃ আরটিভি