প্রকাশের সময়: সোমবার, ২৪ জুন, ২০২৪ । ৪:০৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতীতে ক্যান্সারে আক্রান্ত রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ

হারুন উর রশিদ, ঝিনাইগাতী (শেরপুর)  প্রতিনিধি।।

শেরপুরের ঝিনাইগাতীতে ক্যান্সারে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার(২৩ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।

সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে অনুদানের চেক প্রদান করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল।

এসময় সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি চেক প্রদানে সার্বিক সহযোগীতা করেন। ৮ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। অনুদান প্রাপ্তরা হলেন,নুরনাহার পারভীন, মাজেদা খাতুন,লিপি আক্তার, শিউলী বেগম,অজুফা বেগম, জহিরন,আনোয়ারা ও রাবেয়া বেগম।অনুদানপ্রাপ্তরা এই অনুদানের চেক হাতে পেয়ে বাংলাদেশ সরকার ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন