প্রকাশের সময়: সোমবার, ২৭ মে, ২০২৪ । ১২:৪০ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গফরগাঁয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গৃহবধূ মাজেদা বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে, হাওয়া বেগম নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে।

ঘটনার নির্যাতনের শিকার মাজেদা বেগম বাদী হয়ে শনিবার রাতে পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানাযায়,উপজেলা দত্তের বাজার ইউনিয়নের ষৌলপুনিয়া গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী হাওয়া বেগম দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা সাথে জড়িত। হওয়া বেগমের মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রতিবেশী নবী হোসন ও তার স্ত্রী মাজেদা বেগমের সঙ্গে প্রায়ই বিবাদ হয়।

এ নিয়ে গত ২৩ মে সন্ধ্যায় মাজেদা বেগমকে মাদক ব্যবসায়ী হাওয়া বেগম,তার স্বামী সুরুজ মিয়া,ছেলে সোহেল ও হাসান এবং মেয়ের জামাতা হৃদয় মিয়া হত্যার  উদ্দেশ্যে তাকে বেদরক পিটিয়ে জখম করে। স্বজনরা খোঁজ পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গৃহবধূ মাজেদা বেগম জানান, হাওয়া ও তার স্বামী সুরুজ এলাকার একজন বড় মাদক ব্যবসায়ী। হাওয়া বেগম বিভিন্ন কৌশলে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে যাচ্ছে। মাদক ব্যবসার প্রতিবাদ করার কারণে হওয়া ও তার স্বামী সুরুজ মিয়া আমাকে মারধর করেছে।

এবিষয়ে অভিযুক্ত হাওয়া বেগম বলেন,আমি কোন মাদক ব্যবসা করি না। আমার স্বামী সুরুজ মিয়া মাঝে মধ্যে মাদক সেবন করে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা নিজেরাই মাদক সেবনও ব্যবসার সাথে জড়িত।

পাগলা থানা ওসি খায়রুল বাসার জানান, হাওয়া বেগম মাদক ব্যবসা করে কি না আমার জানা নেই। অভিযোগ পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন