প্রকাশের সময়: শনিবার, ২৫ মে, ২০২৪ । ৬:১১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ভালুকায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) রাত এগারোটায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী বিডিআর বাড়ির সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বামী-স্ত্রী হলেন, সখিপুর কালমেঘা এলাকার রহমান মুন্সির ছেলে আব্বাস আলী ও তার স্ত্রী হাজেরা খাতুন।

জানাযায়, নাতী লাকী আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন তারা। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন