ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধ ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ ১০জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানিয়েছেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআই আজগর আলী সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইন সহ ৩জন মাদক কারবারিকে গ্রেফতার করেন । গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালি থানাধীন সাংকিপাড়া শেষ মোড় এলাকার বাদল মিয়ের ছেলে মাদক কারবারি রাজন ওরেফ কর্নেল রাজন (৩৫),
একই এলাকার মৃত মোরশেদ মিয়ার ছেলে শাকিল ইসলাম শান্ত(২৪) এবং আক্কাস আলীর ছেলে মাদক কারবারি রুহুল আমিন (৩৭)।
এসআই রিফাত আল আফসানী সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে ৫গ্রাম হেরোইন সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালি থানাধীন কাচিঝুলি হামিদ উদ্দিন রোড এলাকার মৃত নাজিরুল হক ওরফে সেন্টু মিয়ার ছেলে মাদক কারবারি রুবেল হাসান শামীম(৩৫)। এসআই সাজ্জাদ েহােসন সজীব সংগীয় েফাস সহ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি সময় একজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালি থানাধীন পাটগুদাম দুলদুল ক্যাম্প এলাকার শামিম এর ছেলে ডাকাত দলের সদস্য লিংকন (২৪)। এসআই সােহল রানা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য অপরাধে মোর্শেদ (৩৮) কে গ্রেফতার করেন।
এছাড়াও এসআই তানভীর আহেমদ ছিদ্দিকী, এএসআই আয়েছ মিয়া,সোহরাব হােসেন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ৪জনকে গ্রেফতার করেন।
আদালতের পরোয়ানাভুক্ত আসামী’রা হলেন, মোছাঃ পারিভন আক্তার (৩০), মোঃ রবিউল্লাহ , অলি উল্লাহ (৩১), এবং মোছা: সুফিয়া খাতুন (৪৮)। প্রত্যেক আসামীকে আদালেত প্রেরন করা হয়েছে । পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানিয়েছেন এ অভিযান অব্যাহত থাকবে।