প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ । ৯:১৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কোতোয়ালী পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধ ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-১৯

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।  কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানিয়েছেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।  এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়।

এর মাঝে এসআই রুবেল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ  অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ মতিউর রহমান, এসআই ইকবাল হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ দুলাল মিয়া, জাহাঙ্গীর আলম, এসআই ফারুক আহম্মেদ, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী রিমন, এএসআই হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী জিহাব, মোঃ আবু রায়াহন, হিসাম, জনি, তৌফিক হোসেন তাওহিদকে গ্রেফতার করে। এএসআই মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ শফিকুল হাসান, মোঃ রবিনকে গ্রেফতার করে। এছাড়া এসআই শুভ সাহা, তানভীর আহমেদ ছিদ্দীকী এএসআই ফরহাদ উদ্দিন, রফিকুল ইসলাম, সোহরাব হোসেন, হুমায়ুন কবির-১ পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত  আরো ৮ পলাতক আসামীকে গ্রেফতার করেন। তারা হলো, তৌহিদ আহম্মেদ হজরত, তৌহিদ আহম্মেদ হজরত, তৌহিদ আহম্মেদ হজরত, মোঃ মজিবুর রহমান, সঞ্জীব কুমার দেব, তৌহিদ আহমেদ, রতন রাজবর, মোঃ আল মামুন। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন এ অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন