ময়মনসিংহ নগরী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১২মে রবিবার ময়মনসিংহ শহরের জেলা স্কুলের ভিতর পুকুর ঘাটে অভিযান, আকুয়া এলাকা , পাটগুদাম এলাকা, চামড়া গুদাম এলাকা , ভাটিকাশর এলাকা, কেওয়াটখালী এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকাতে চুরি- ছিনতাই , ইভটিজিং এবং কিশোর গ্যাংদের উৎপাত বন্ধে ময়মনসিংহ ডিবি পুলিশের দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করেছে।
মাদকের বিষফোড়া থেকে যুব সমাজকে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশনা বাস্তবিক রূপ দিতে ময়মনসিংহ জেলা পুলিশের সকল সদস্য সাহসী মনোবল নিয়ে দিন রাত অভিযান পরিচালনা করছে।
ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন সঙ্গী অফিসার ও ফোর্স নিয়ে এই অভিযানের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
সুত্র জানায় ডিবি পুলিশের এই সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
দিনভর অভিযানে মাদক কারবারি, কিশোর গ্যাংসহ অন্যান্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট বেশ কয়েক জনকে আটক করা হয়েছে । প্রাথমিক শুদ্ধাচারের জন্য অভিভাবক ডেকে এনে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে ।