গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে।
এসআই সাইফুল ইসলাম মন্ডল, সঙ্গীয় অফিসার ও র্ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির চেষ্টা মামলার আসামী আসাদুল (২৫), পিতা মৃত-আনামত আলী, মাতা-হাজেরা খাতুন, সাং-৪০ বাড়ী কলোনী, আল ইব্রাহিম ইমন (২৩), পিতা-শহিদুল ইসলাম, সাং-কেওয়াটখালী, উভয় থানা- কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই সোহেল রানা সঙ্গীয় অফিসার ও র্ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী আঃ রশিদ (৩৫), পিতা-আঃ জলিল, সাং-বয়ড়া শেষ মোড় , রাজু (২৮), পিতা-সুরুজ, সাং-দাপুনিয়া, জোনায়েদ আহম্মেদ ঝিনুক (২৯), পিতা-তারা মিয়া, সাং-চকনজু, র্সব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এছাড়াও এসআই শুভ্র সাহা নাজমুল আমীন, এসআই ওমর ফারুক, আল আমিন, আশরাফুল আলম শান্ত প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৫ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের
গ্রেফতার করেন।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাইন উদ্দিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ নানা অপরাধকর্মকান্ডে বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।