শেরপুরে সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির উপদ্রব থেকে বোরো মৌসুমের পাকা ধানক্ষেত পাহারা দিতে গিয়ে ওমর আলী ওরফে ওমর মিস্ত্রী (৫০) এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০ঘটিকায় নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বাতকুচি টিলাপাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর মিস্ত্রী ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো ওমর মিস্ত্রী রাতে তার উঠতি বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। তবে অন্যান্য রাতে আশপাশে স্থানীয় অনেক কৃষক থাকলেও বৃহস্পতিবার রাতে তিনি একাই ধানক্ষেত পাহাড়া দিতে অবস্থান করছিলেন।
হটাৎ একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে আকস্মিকভাবে ওমর মিস্ত্রীকে ঘিরে ফেলে এবং তার উপর আক্রমণ চালিয়ে পেটের ভুড়ি ও মাথার মগজ ছিন্নভিন্ন করে ঘটনাস্থল থেকে চলে যায় হাতির দল।
কিছুক্ষণ পর এলাকাবাসী ওমর মিস্ত্রীকে দেখতে না পেরে ঘটনাস্থলে গেলে তার ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন।
এঘটনার খবর জানতে পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান পরিদর্শন করেন।
মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন অত্যন্ত দুঃখজনক এমন মৃত্যু আমরা কামনা করি না। বন্যহাতির আক্রমণে কৃষক ওমর মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যুর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগর করেছি ।