প্রকাশের সময়: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ । ৮:২১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তীব্র তাপদাহে ভালুকা থানা পুলিশের জনসচেতনতা ও  স্যালাইন ও  বিশুদ্ধ পানি বিতরণ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।
তীব্র তাপদাহে দরিদ্র শ্রেণী, রিস্কা-অটোচালক বাস, ট্রাক, পথচারী যখন অস্থিরতায় ভূগছে ঠিক তখন ময়মনসিংহের ভালুকা উপজেলায় তীব্র তাপদাহে পৌর এলাকায় দরিদ্র শ্রেণী, রিস্কা-অটোচালক বাস, ট্রাক,  পথচারীদের সামান্য স্বস্তির জন্য সেবার মান নিশ্চিত করতে বুধবার দুপুরে মহাসড়ক ও আশেপাশ এলাকায় ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম বার, সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন।

ভালুকা মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম বার, জানান পুলিশ সুপার মাছুম ভূঞার বিপিএম, পিপিএম, মহোদয়ের নির্দেশনায়  প্রায় ৫শতাধিক দরিদ্র শ্রেণি, বাস, সিএনজি, অটোরিকশা চালক ও পথচারীদের মাঝে ওরস্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। মানব সেবার মানুষিকতা, মানবিক মান উন্নয়নের পুনর্বার দৃষ্টান্ত স্থাপন করে চলছেন ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত,ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার সহ অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ।

তীব্র তাপদাহে গণমানুষের পথচলায় করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ওর স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করায় ভালুকা মডেল থানার পুলিশের প্রতি স্থানীয় জনসাধারণের সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তীব্র তাপদাহ চলাকালীন সময় পর্যন্ত এ জাতীয় মানবিক কাজ অব্যাহত থাকবে বলে ওসি শাহ কামাল আকন্দ জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন