ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার-১০
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই কামরুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও র্ফোস সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী জাহাঙ্গীর ওরফে লেরু (৪৫), পিতা- মৃত শামছুদ্দিন, মাতা- মরিয়ম, সাং- বলাশপুর, কাদির কশাই বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই আঃ মোতালেব, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও র্ফোস সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী আলো মিয়া (৩২), পিতা-লুপু মিয়া, সাং-কাচিঝুলি গোলাপজান রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ২০ গ্রাম
হেরোইন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মনিতোষ মজুমদার, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও র্ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য আসামী জুলহাস (৩৫), পিতামৃত-চাঁন মিয়া, সাং-বিদ্যাগঞ্জ, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) রফিকুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও র্ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য আসামী মোঃ আব্দুল আউয়াল (৫৫), পিতা-মৃত-মকবুল হোসেন, সাং-রাউলেরচর, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই রিফাত আল আফসানী, সুমন দেবনাথ, এসআই(নিঃ) সোলায়মান, আল আমিন, শামীমুল হাসান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ৬ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের
গ্রেফতার করেন।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষায় মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নির্মুলে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।