প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ । ৯:৫৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

তীব্র গরমে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে নগরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।
বৈশাখের অসহ্য গরমে প্রকৃতিতে যেন গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। এর মধ্যে আরো ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সব মিলিয়ে প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষদের একটু স্বস্তি দিতে সুপেয় পানির ব্যবস্থা করেছেন মানবিক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

তাঁরই আন্তরিকতা ও উদ্যোগে গত শনিবার থেকে মহানগরের বিভিন্ন মার্কেটের সামনে, বাস টার্মিনাল, জনবহুল স্থানে  সাধারণ জনগণ, পথচারীদের মাঝে সুপেয় পানি ও ওরস্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে ডিএমপির সকল থানা পুলিশ, যা চলমান তাপদহে অব্যাহত  থাকবে।

এছাড়াও ডিএমপির ১৬০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল আকৃতির ওয়াটার ট্যাংকারের মাধ্যমে সকাল ১০টা থেকে সুপেয় পানি বিতরণ করা হচ্ছে। মতিঝিল শাপলা চত্বর, পল্টন, গুলিস্তান মাজার, পুরাতন হাইকোর্ট ভবনের সামনে, টিএসসি, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, ফার্মগেট বাসস্ট্যান্ড, সবশেষে কাওরান বাজারে পানি বিতরণ করা হচ্ছে।

সুপেয় পানি পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন অসহায় ও শ্রমজীবী মানুষেরা।

এর আগে বৃহস্পতিবার থেকে ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী দেন ডিএমপি কমিশনার।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন