আইন শৃঙ্খলা সমুন্নত রাখার গুরু দ্বায়িত্ব দেশের বিচক্ষণ পুলিশ বাহিনীর । দিন রাত জননিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকা পুলিশ বাহিনীর দ্বায়িত্ববোধ এবং দ্বায়িত্ব পালনের স্বীকৃতি প্রদানের মাধ্যমে প্রশংসিত সম্মাননা দেওয়া বাহিনীর সদস্যদের কর্তব্যরত মনোবল চাঙ্গা রাখতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মাসিক সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত করেন।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মাসিক সামগ্রিক (মার্চ/২৪) কর্ম মূল্যায়নে এবার শ্রেষ্ঠ ইন্সপেক্টর ( তদন্ত) মোঃ আনোয়ার হোসেন কে সম্মাননা পুরস্কারে নির্বাচিত করা হয় ।
বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো: শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম এর নিকট থেকে সম্মাননা স্বারক গ্রহন করেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আনোয়ার হোসেন ।
এ সময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁইয়া উপস্থিত ছিলেন।