ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের নিচে শিশু বাচ্চা কোলে নিয়ে এক নারী আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রোববার দুপুর পৌনে একটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৩০/৩৫ বছর। শিশুটি ছেলে সন্তান বয়স অনুমানিক তিন সাড়ে তিন বছর।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, জামালপুর থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেন নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় পৌছলে এক নারী শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়-কালো বোরকা পড়া এক নারী রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছেন। বিপরীত দিক থেকে একটি ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী তাঁর কোলে থাকা শিশু বাচ্চা নিয়ে রেললাইনে ছাপ দিয়ে শুয়ে পড়ে। এতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি আরো জানায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। পিবিআই ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা করছে।