প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ । ৯:২২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে পুইট্রা রাজু’কে কুপিয়ে হত্যা

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

ময়মনসিংহ নগরীর শীর্ষ সন্ত্রাসী রাজীব আহমেদ রাজ ওরফে পুইট্টা রাজুকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে নগরীর লিচু বাগান মহল্লার আব্দুস সালামের ছেলে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, রাজীব আহমেদ রাজ ওরফে পুইট্টা রাজুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কি কারণে কারা হত্যা করেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন