ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৬ ফেব্রুয়ারী শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্ত্বরে এ সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সাইদ ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ১৫৩্র ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ভূইয়া দুলাল, ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভূইয়া, শিহাব উদ্দিন আকন্দ, কাদির আহমেদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জয়নাল আবেদীন, বজলুর রহমান, সদস্য আবুল মনসুর, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুইয়া সুমন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।